মারদানি ২ মুভি রিভিউঃ যে মুভি কিশোর সিরিয়াল কিলিং এর গল্প বলে



Mardaani 2 Movie Review by imtiazshoykat.blogspot.com

মারদানি ২ মুভি রিভিউ

ইন্ডিয়ান ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য মতে ২০০০ এর উপরে রেপ-মার্ডার কেস গুলো ঘটে ১৮ বছরের কম বয়সী কিশোরদের হাতে। আর এগুলো মাত্র রিপোর্টেড কেসের সংখ্যা এর বাইরের গুলা তো বাদই। এ রকমই ইন্ডিয়ায় সাম্প্রতিক কালে ঘটে যাওয়া কিছু রেপ মার্ডার কেস নিয়ে নির্মিত মুভি মারদানি ২।

Yash Raj Films ব্যানারে হাজার খানেক মুভি আছে যে গুলো অল-টাইম ফেবারেট লিস্টে থাকবে। তার মধ্যে, ধুম, দিল ওয়ালে দুল হানিয়া লে জায়েঙ্গে, সুলতান, মহব্বাতেন, লেডিস vs রিকি ভাল, চাক দে ইন্ডিয়া, ভির যারা, ফানা, সালাম নামাস্তে সবারই কম বেশি এক বারের উপরে দেখা হয়েছে আশা করি। কি নেই তাদের? রোমান্টিক মেলোড্রামা কমেডি থেকে শুরু করে একশন থ্রিলার সবই আছে।



Mardaani 2 Movie Scean

তবে রোমান্টিক আর একশন থ্রিলারের জন্যে Yash Raj Films খ্যাত হলেও সিরিয়াল কিলিং বা এই ধরনের টুইস্টিং মুভি Yash Raj Films ব্যানারে খুব একটা চোখে পড়ে নি। তবে রানী মুখার্জির মারদানি ২ এই ঘাটতিটা পূরণ করেছে বলে মনে হচ্ছে। যারা এর মধ্যেই দেখে ফেলেছেন তারা বলতে পারবেন।

কাহিনী


Mardaani 2 Movie Poster


কিন্তু শিভানি শিভাজি রায় যে কিনা তার ব্যাচের মধ্যে সেরা। কারণ তার কাছে কনস্টেবলের বউসের জন্ডিস থেকে শুরু করে কোন মাফিয়ার কোন কনসাইনমেন্ট কাস্টমসে আটকে আছে সব খবরই থাকে। আর তার মত চৌকশ পুলিশ অফিসার থাকতে কেস সমাধান হবে না এটা তো সম্ভব নয়। কিন্তু সিরিয়াল কিলার ধরা কি এতই সোজা?

রাগের মাথায় যখন কেউ অপরাধ করে বসে তাকে ধরা খুব সহজ। কিন্তু ঠাণ্ডা মাথার খুনি ধরা তেমন একটা সহজ নয়। কেননা বাচ বিচার করে পরিস্থিতি মেপেই চলে খুনি। এ মুভিতেই দেখতে পাবেন খুনি কতটা নাকের নিচে থাকে পুলিশের!

মুভির কাহিনী খুব সাজানো গুছানো। অনেকটা রোমাঞ্চকর কাহিনীর জন্যেও মুভিটি দেখা উচিত।



Mardaani 2 Movie Scean

২০১৯ সালে দীপাবলি উৎসবে রিলিজ পায় মারদানি ২।

IMDB তে ৫,৬৯৭ ভোট পেয়েমুভিটির রেটিং ৭.৪

পুরো ভারত বর্ষ জুড়ে ২০১৬ সালেই ৩৮,৯৭৪ টি রেপ কেস লিপিবদ্ধ করা হয়! ভাবা যায়? সেই সাথে ররেছে নারীদের অত্যাচারের আরো কত মামলা। নারীবাদী কথা অনেকে বললেও এক সাথে সবাই এগিয়ে না আসলে এই সমাধান কখনো সম্ভব নয়। আর সে কারণের নারীদের এক সাথে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র নিয়েই বানানো হয়েছিল এই মুভিটি।


Mardaani 2 Movie Poster

সময় করে মুভিটি দেখে এসে ব্যক্তিগত রেটিংটি কমেন্টে জানিয়ে উৎসাহ দেওয়ার জন্য অনুরোধ রইল।

ডোংরি কা রাজা

সিনেমা রিভিউঃ ডোংরি কা রাজা 


"তুমি বেঁচে থাকলেই আমাদের ভালোবাসা বেঁচে থাকবে। মরে গেলে সবই কাহিনী হয়ে যায়। আর আমাদের ভালোবাসা সকল কাহিনীর ঊর্ধ্বে ঠিক ইতিহাসের মত! আর যখনই আমাদের কথা কারো মনে পড়বে আর ভাববে যে এক যে ছিল রাজা সে তার রানী শ্রুতি কে অনেক ভালোবাসতো!" 

নাহ, এই সিনেমাটি এতটাও ড্যাবডেবে প্রেমের গল্প দিয়ে ভরা নয়। তবে লাইন গুলো পড়ে এরকম মনে হলেও আসলে তা নয়। এটি একদমই শেষের দিকে উপলব্ধি করার মত কিছু লাইন। যেটি দেখার পরেই বুঝতে পারবেন


সনি টিভির আদালতের কল্যাণে কেডি পাঠককে আমার ৩/৪ বয়সী খালাতো ভাইও চিনে। আসলে যে তার নাম রণিত রায় সেটাও ঠিক মত অনেকে জানেনা। 

তবে এই লোকটা টিভি সিরিয়াল করতে করতে অভিনয়ে এতটা পাকা হয়ে গেছে সেটা তার বিগত কয়েকটা সিনেমাতেই টের পাওয়া যায়। তার পাকা পোক্ত অভিনয়ের মত এরকমই একটি অসম্ভব ক্ষমতাধর চরিত্রে অভিনয় করে ডোংরি কা রাজা নামের এই সিনেমাটিতে। 

২০০৬ সালে প্রকাশিত সিনেমাটি অনেকটাই সাদা মাটা লাগলেও এর গল্পটা খুব একটা সাদা মাটা নয়। 


এত কিছু বলার পরে কাহিনী আর সংক্ষেপ করলাম নাহ। হাতে সময় থাকলে নিজেই দেখে আসুন।  


IMDB তে এই সিনেমটির রেটিং মাত্র ৩.৯। মানে IMDB র আরো একটি আন্ডাররেটেড মুভি। যার কারণেই এই লেখাটি লেখা। তাই অবশ্যই দেখে এসে কমেন্টে জানাবেন গল্পটি কেমন লেগেছিল।

ব্যক্তিগত রেটিং- ৭.৫/১০ 
মুভিটি দেখতে এখানে ক্লিক করুন। 
Sully: Miracle on the Hudson


The story of the movie is mostly about the recent airplane crash of US-Bangla Airlines Flight 211 [12 March 2018] at the Tribhuvan International Airport in Kathmandu, Nepal. An airplane crashed with all of its passengers. Though 51 people died in that real accident, amazingly everyone was saved in the movie Sully: Miracle on the Hudson).

I am exactly talking about the movie Sully that was acted perfectly by Tom Hanks. Where Tom Hanks played a character of an original pilot named Chesley "Sully" Sullenberger. He was an expert & experienced pilot and the movie Sully is just based on captain Chesley Sully’s real accident that exactly happened on January 15th, 2009, where Chesley Sullenberger, nicknamed “Sully” glided his disabled plane onto the frigid waters of the Hudson River. And amazingly, he saved every single person of that flight. Yes, you guess right, this is a pure true story based movie.

Captain Sully [Tom Hanks] is an expert airplane captain with his co-pilot Jeff Skiles [Aaron Eckhart] of US Airways Flight 1549, an airplane full of passengers got an air crash. But all the passengers got saved with a great miracle. Though everyone got saved sadly the captain sully got questioned with his 42 years flying experienced career. He forced the aeroplane to crash on the Hudson River.

Later, Captain Sully becomes a superhero to society by the affluence of the media. But the question was raised by the National Transportation Safety Board [NTSB]. They claimed that the aeroplane could have been safely returned to the airport and this was Sully’s fault that he forced it as an air crash. And with modern equipment & technology, they made a simulation where they showed that he could land more safely but he didn't. Here comes the frustration and mental trauma for Captain Sully and questioned by his conscience. Is this his fault or his decision was wrong? Could he go for any other good alternatives to save the aeroplane? To revile these questions you have to watch the movie till the end.
Rescuing all the Passengers Scene from the movie Sully



Sooner or later the court agrees with the National Transportation Safety Board [NTSB], that the airplane could safely return to the airport without doing any accident but for this, he needs to attempt 17 times. With the all report and the authorities thinking that captain Sully did it safely not for the miracle but none can do this perfectly in his situation.

All the 155 people who got saved in the real accident happened on January 15, 2009, who celebrates their luck every year on the same day. Their celebration somehow inspired the movie director Clint Eastwood to make this movie. The story of the movie was taken from the biography Highest Duty: My Search for What Matters which was written by the real captain Chesley Sullenberger and his co-pilot Jeffrey Zaslow

This biography & drama genre movie has no action scene or any hidden suspense. But it is framed so perfectly that holds the true suspense of the movie. The simple narration and revealing incident of this movie will amaze you and force you to see the full movie. This 96-minutes run time super hit movie was a great business success where the movie made $240.8 million with the lowest budget of $60 million. 

So, If you are a true fan of Tom Hanks and as a movie freak you should enjoy this movie.

IMDB Rating – 7.5
Personal Rating- 8 out of 10
Rotten Tomatoes– 86%
[N:B: This review can be slightly spoiler of the movie but it will not spoil your enjoyment.]




“কাঠবিড়ালী” প্রাণী নয়, একটি সিনেমার নাম!
[ছবিঃ নেট থেকে নেওয়া] 
কাঠবিড়ালী খুবই সাধারণ এবং নিরীহ প্রাণীর নাম। কিন্তু সাধারণ মানুষ এর উপকারের চাইতে অনিষ্টটাই বেশি দেখে। ডোরা কাটা দেখতে সুন্দর দেখতে পালতে ইচ্ছা করলেও গ্রামের মানুষ একে একদমই দেখতেই পারে না। কারণ এটি ফল মূল খেয়ে গ্রামের মানুষদের অপকারই বেশি করে।

এমনই একটি নিরীহ মানুষরূপী কাঠবিড়ালীর গল্প নিয়েই কাঠবিড়ালী সিনেমাটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নিয়ামুল হাসান মুক্তা এবং অসাধারণ এই গল্পটিও তার লেখা। 'চিলেকোঠা ফিল্মস' এর প্রযোজনায় মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রটি বেশ আলোড়ন তুলেছেন সাধারণ দর্শক শ্রেণীর কাছে। একই সাথে প্রথম সিনেমা হিসেবে বেশ আলোচিত ও সমালোচিত হচ্ছেন পরিচালক নিজেও।

খুবই সাদা মাটা গ্রাম্য চরিত্র নির্ভর সিনেমা কাঠবিড়ালী। কিন্তু অসাধারণ এর গল্পটা। মূল চরিত্র হাসু (আসাদুজ্জামান আবীর) এবং কাজল (অর্চিতা স্পর্শিয়া)। শুরুতেই রহস্যজনক খুনের সিন দিয়ে শুরু হলেও ধীরে ধীরে এর মূল গল্পের দিকে এগিয়ে যেতে থাকে। গ্রামের পরোপকারী নায়ক হাসু। যার আত্মীয় স্বজন কেউ না থাকায় গ্রামের সবাইকেই তার পরিবারের মতই আপন করে নেয়। সেই সাথে আপন করে নেয় গ্রামের কিশোরী চরিত্রের কাজলকে। একমাত্র বন্ধু আনিসকে (সাইদ জামান শাওন) নিয়ে গল্পের কাহিনী আগাতে থাকে। সেই সাথে যুক্ত হয় গ্রামীণ প্রেম ভালোবাসা, পারিবারিক কলহ এবং ধীরে ধীরে মোড় নিতে থাকে মূল ঘটনার দিকে। 


সিনেমার প্রতিটি চরিত্রের নিখুঁত অভিনয় সিনেমাটির বিশেষ বিশিষ্ট। গ্রাম্য জীবনের সুখ হাসি কান্না এবং জৈবিক লোভ লালসা খুব সূক্ষ্ম ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন পরিচালক নিয়ামুল হাসান মক্তা। পুরো সিনেমাটি শেষ করে অবাক হবেন যে এটিই পরিচালকের প্রথম সিনেমা।

পুরো সিনেমাটির গল্প, চরিত্র, সিনেমাটোগ্রাফি, গান এবং আবহ সংগীত বেশ ভালো ভাবেই সমাদৃত হয়েছে। দর্শক, মিডিয়া, কলাকুশলীদের কাছেও আলোচিত হয়েছে সিনেমাটি। একই সাথে সেন্সর বোর্ডের প্রশংসা পত্র পায় সিনেমাটি।



যে ৩টি কারণে মুভিটি আপনার বিশেষ ভালো লাগবেঃ

১। ট্রেইলার দেখে সিনেমাটিকে সাদা মাটা প্রেম কাহিনী ভেবে বসলে একদমই ভুল করবেন। সিনেমাটিতে প্রেম কাহিনীর পাশাপাশি রয়েছে রহস্য ও রোমাঞ্চকর উত্তেজনা।

২। খুবই সাদা মাটা গ্রাম্য পরিবেশটা এমন ভাবে ফটে উঠেছে মুভিটিতে সেটি গ্রাম প্রিয় যে কারোই ভালো লাগবে। বিশেষ করে ভিডিওগ্রাফি এবং ড্রোন থেকে নেওয়া প্রতিটি সিন অসাধারণ ছিল।

৩। সিনেমার শুরুতেই খুনের রহস্যের কুল কিনারা করতে এক নাগাড়ে শেষ করতে হবে আপনাকে।
[ছবিঃ নেট থেকে নেওয়া] 

যে ৫টি কারণে সিনেমাটি আপনার খারাপ লাগতে পারেঃ

১। নায়ক নায়িকার অবাধ প্রেম আর পাট ক্ষেতে যাওয়া দেখে কিছুটা হাস্যকর লাগতে পারে। তবে পরিচালক পাটক্ষেত যে ভাবেই উপস্থাপন করতে পেরেছেন সেটি দেখার মত।

২। অর্চিতা স্পর্শিয়া কোন দিক থেকেই গ্রাম্য মেয়ের সাথে যায় না। কিন্তু পুরো সিনেমাটিতে তার অভিনয় প্রশংসাযোগ্য।

৩। নায়ক নায়িকার প্রেম পিরিতি দেখে ভাবতেই পারেন তাদের গ্রামে আর কোন মানুষজন নেই। :p

৪। সিনেমার মাঝখানে নায়ক নায়িকার কোন বাঁধা ছাড়া হুট করে বিয়ে হয়ে যাওয়া আপনি নাও মানতে পারেন। 

৫। পরিচালকের প্রথম সিনেমা বলে সিনেমাটি ভালো হয়নি বলেও ধারণা করতে পারেন।

২০১৬ সালের সিনেমাটির কাহিনীর কাজ শুরু হলেও শুটিং শেষ করতে পরিচালকের লেগেছিল পাক্কা বছর। কারণ এর প্রতিটি দৃশ্যপট এবং বর্ষা এবং শীতের টাইমল্যাপস গুলো আলাদা আলাদা সিজনে ধারণ করা হয়। কৃত্রিম এবং ক্যামেরার কারসাজি খুবই কম ব্যবহার করার ফলে গ্রাম বাংলার নিজস্ব বইশিষ্ট খুবই নান্দনিক ভাবে ফুটে উঠেছে সিনেমাটিতে। এছাড়াও সিনেমাটির অর্থায়ন নিয়েও কিছুটা সমস্যার সম্মুখীন হয় পরিচালক। কিন্তু পুরো সিনেমাটি কলাকুশলী মিলেই সিনেমাটি বানিয়ে ফেলেন আর তার জন্য সে সময়ে নেন নি কোন পারিশ্রমিক।

২০১৯ সালের ২৭ ডিসেম্বর চলচ্চিত্রটির উদ্বোধনী হলেও, ২০২০ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশের ১৮ টি প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পায় সিনেমাটি। ব্যবসায় সফল এই মুভিটির পরিবেশনায় ছিল জাজ মাল্টিমিডিয়া

অসাধারণ উত্তেজনাপূর্ণ কাহিনীর এই সিনেমাটি আপনাকে বেশ ভালো একটা ধাক্কা দিতে সক্ষম হবে। ড্রামা জনরার সিনেমা হলেও এর থ্রিলার মিস্ট্রির জন্য আপনাকে মুভিটি দেখতেই হবে।


IMDB অনুসারে কাঠবিড়ালীর রেটিং- ৮.২


ব্যক্তিগত রেটিং- ৯.৫
5 Easiest Approaches to Improve Your Kitchen

"An artistic environment can fix your mood instantly". Your working place always effects on your mind and satisfaction. So keep your mind calm and full of joy you should keep your workplace neat and clean. Working in a terrible workplace can make you unhappy and dissatisfied with your regular tasks. On the same way, a kitchen is the most common workplace for us. From rush to relax we have to cook and make our meals delicious whether for the whole family or for our own. Make it short and quick we need to keep our kitchen clean and decorative. So that we can find everything quickly near to our hand. 

Let's focus on the centre of the topic, here we come with 5 Easiest Approaches to Improve Your Kitchen environment pro tips. That will cost you less but effective and helpful for cooking time. 

Improving your kitchen doesn't intend to spend a lot. If you consider your fulfilment, at that point, you need the refreshment. You don't have to roll out a colossal improvement to improve it. Indeed, even a little change in your kitchen can have a major effect and that can be even conceivable inside your most minimal spending plan. 

1.Perfect Lighting for Your Kitchen:


First and the easiest task is to improve your kitchen lighting. You can add or change the lighting giving preference on your mood choice. Also, you need to ensure enough lighting for your kitchen based on your day & night-time working. While changing or adding new lights to your kitchen you need to consider your eye comforts of the lighting. Lighting your kitchen won't make that much cost. You can easily find cheap but suitable bulbs & light in the nearest electric shop. 






2.Decorating Your Kitchen Walls 


Improving your kitchen by decorating and changing wall paint can be highly impactful. You can simply paint your favourite colour on your kitchen wall so that the surrounding gives you a better feel while you are on cooking mood. Also, you can add beautiful wall hangings in your kitchen wall. Painting on the kitchen wall can cost you much based on your paint quality cost. 





3.Upgrading Your Kitchen Tools: 

Upgrading kitchen tools can be another good idea to improve the kitchen environment. Effective tools can be handy for you to perform cooking and cutting tasks. So you can work effectively and smoothly without any hassle. Switching old to a new kitchen tool can be a good option to improve your kitchen immediately. 

4.Adding New Furniture & Storage Rack:

You can also improve your kitchen by adding or replacing new kitchen furniture. For this, wisely choose only handy and small furniture for your kitchen. That will save your space and allow you to move comfortably. For example, You can replace your old cabinets and storage with a portable storage rack that will give you more compartment to keep your kitchen accessories. As well as this can be a space-saving storage rack that gives you more space to add more useful furniture to your kitchen. 

5.Plant for Your Kitchen Environment:


Another cheapest idea to improve your kitchen with decorative plants. If you love plants and green environment, then it will be an awesome idea for you. Plants like Aloe Vera, money plant, Thai basil can give you a greenish look as well as purify the air of your kitchen. Most amazingly you can try to grow herbs and spice that you can also use in your cooking. You can try with the fresh flower to improve your kitchen smell, even more, better than now. 






However, it is really up to you how you like to improve and decorate your kitchen. There is no mandatory or "must-do" task for improving your kitchen. With the minimum cost, all these ideas will be very helpful for you to improve your kitchen amazingly. But It is highly recommended, always keep your kitchen fresh, clean and hygienic to keep yourself healthy and finally you will love the environment of your lovely kitchen. If you are trying any of these ideas already or trying something new, please don't hesitate to share it with all of us in the comment section below. People will love to hear from you too. 
বনসাই গাছ কোথায় পাবেন?
দেশী বট [ছবিঃ নেট থেকে]

বনসাই গাছ
বনসাই শুরু করার আগে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বনসাই করার জন্য গাছ নির্বাচন। কারন যে গাছটি আপনি নির্বাচন করবেন সেটি নিয়েই আপনাকে সারাজীবন পালতে হবে। এজন্যেই আপনার নির্বাচিত গাছটি সুস্থ সবল এবং মোটাতাজা হওয়া উচিত। অনেকেই শখের বসে যে কোন গাছ দিয়েই শুরু করতে চান কিন্তু কিছু দিন পরে দমে যান। যে গাছটি নিয়ে আপনি দীর্ঘদিন ধরে কাজ করে পেলে পুষে বাড়িয়ে তুলছেন সেটি যদি হুট করে মরে যায় তবে তা আসলেই খারাপ লাগার মত। সেজন্যেই বেশীদিন বাঁচে এরকম গাছ নিয়ে শুরু করা ভালো।

অনেকেই ঝোঁকের বা সখের বসে নার্সারি থেকে অনেক দাম দিয়ে বনসাই গাছ কিনে ফেলেন যেটি আসলেও কোন বনসাই এর মধ্যে পড়ে না কিংবা সেটি নিয়ে আরো অনেক খাটা খাটনি করতে হয়। আর আপনিও চিনেন না বলে নার্সারি আলাও আপনাকে যে কোন গাছই বনসাই বলে বেশি দামে গছিয়ে দেয়। 

কিন্তু আপনি যদি আপনার আশে পাশের গাছ দিয়েই শুরু করেন সেক্ষেত্রে বনসাই করার জন্য গাছটি পেতে আপনাকে একটি টাকাও খরচ করতে হবে না। কেননা আপনি হাতের কাছেই পাওয়া যাউ এমন দীর্ঘজীবি গাছ যেমন বটগাছ দিয়ে শুরু করতে পারেন। যেটি আমাদের দেশে আনাচে কানাচে এমনি এমনি জন্মায়। তাছাড়া বট জাতীয় গাছ নিয়ে শুরু করা সহজ কারন এ গাছ গুলো অনেক দিন বাঁচে এবং আপনি হাতের কাছে সহজেই পেয়ে যাবেন। আর বনসাই করার জন্য পুরানো বিল্ডিং বা রাস্তার পাশে অযন্তে বেড়ে উঠা সুস্থ গাছটাই আদর্শ উপকরণ। কেননা এই গাছ গুলো জন্মগত ভাবেই ছোট আকারের হয় যার কারণে প্রাকৃতিক ভাবেই আপনি প্রি বনসাই পেয়ে যাবেন। বটগাছ দিয়ে শুরু করার আরেকটি সুবিধা হচ্ছে বাংলাদেশের সবখানেই আপনি সহজেই এই গাছটি পেয়ে যাবেন এবং অন্যান্য গাছের চাইতে কিছুটা কম যত্ন নিলেও এই গাছ অনেক দিন বেঁচে থাকে।
দেশি বটের একটি সংগ্রহ - [ছবিঃ নেট থেকে নেওয়া] 


কোথায় পেতে পারেন-
আপনার নিয়মিত যাতায়াতের পথে বা আসে পাশের পুরোনো বিল্ডিং কিংবা বাসার দেয়ালের গায়ে একটু খেয়াল করলেই দেশী বট বা পাকুড় বট পেয়ে যাবেন খুব সহজে।এছাড়াও আপনি অনান্য জাতের চায়নিজ বট বা বিশেষ কোন গাছ নিয়ে শুরু করতে চাইলে নার্সারিতেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে গাছ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং কিছুটা ম্যাচিউর্ড এবং সুস্থ সবল গাছ বেছে নেওয়াটাও জানতে হবে। এ জন্য আপনার হাতের কাছের বড় বড় নার্সারি গুলো অনুসন্ধান করতে পারেন। ঢাকা শহরের বড় বড় নার্সারি যেমন আগারগাঁও, তেজগাঁও এর ব্রাক নার্সারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরের নার্সারি এবং আপনার আসের পাশের বড় বড় নার্সারি গুলোতে সহজেই আপনি আপনার পছন্দের গাছটি পেয়ে যেতে পারেন।