সিনেমা রিভিউঃ ডোংরি কা রাজা 


"তুমি বেঁচে থাকলেই আমাদের ভালোবাসা বেঁচে থাকবে। মরে গেলে সবই কাহিনী হয়ে যায়। আর আমাদের ভালোবাসা সকল কাহিনীর ঊর্ধ্বে ঠিক ইতিহাসের মত! আর যখনই আমাদের কথা কারো মনে পড়বে আর ভাববে যে এক যে ছিল রাজা সে তার রানী শ্রুতি কে অনেক ভালোবাসতো!" 

নাহ, এই সিনেমাটি এতটাও ড্যাবডেবে প্রেমের গল্প দিয়ে ভরা নয়। তবে লাইন গুলো পড়ে এরকম মনে হলেও আসলে তা নয়। এটি একদমই শেষের দিকে উপলব্ধি করার মত কিছু লাইন। যেটি দেখার পরেই বুঝতে পারবেন


সনি টিভির আদালতের কল্যাণে কেডি পাঠককে আমার ৩/৪ বয়সী খালাতো ভাইও চিনে। আসলে যে তার নাম রণিত রায় সেটাও ঠিক মত অনেকে জানেনা। 

তবে এই লোকটা টিভি সিরিয়াল করতে করতে অভিনয়ে এতটা পাকা হয়ে গেছে সেটা তার বিগত কয়েকটা সিনেমাতেই টের পাওয়া যায়। তার পাকা পোক্ত অভিনয়ের মত এরকমই একটি অসম্ভব ক্ষমতাধর চরিত্রে অভিনয় করে ডোংরি কা রাজা নামের এই সিনেমাটিতে। 

২০০৬ সালে প্রকাশিত সিনেমাটি অনেকটাই সাদা মাটা লাগলেও এর গল্পটা খুব একটা সাদা মাটা নয়। 


এত কিছু বলার পরে কাহিনী আর সংক্ষেপ করলাম নাহ। হাতে সময় থাকলে নিজেই দেখে আসুন।  


IMDB তে এই সিনেমটির রেটিং মাত্র ৩.৯। মানে IMDB র আরো একটি আন্ডাররেটেড মুভি। যার কারণেই এই লেখাটি লেখা। তাই অবশ্যই দেখে এসে কমেন্টে জানাবেন গল্পটি কেমন লেগেছিল।

ব্যক্তিগত রেটিং- ৭.৫/১০ 
মুভিটি দেখতে এখানে ক্লিক করুন। 

No comments