মুভি_রিভিউ- রহস্য ২০১৫ ( #Rahasya )


শুরুতেই খুন! যে মুভির নামই “রহস্য” আশ্চর্যের কিছু নেই! এক ডক্তার দম্পতির ১৮ বছর তরুণী তাদের নিজস্য ঘরেই রহস্যময় ভাবে খুন হল। খুঁজে পেল বাবার সহকারী নার্স। যথারীতি পুলিশী কেইস আর সেই সাথে তাদের চাকর হওয়া! কিন্তু নাহ! তদন্তে বের হলো মাতাল বাবার সাথে কিছুটা মারামারিও হয়েছিল সেই রাতে! তাই কিছু প্রমাণ হাতে পেয়ে বাবাকেই আসামী করে দিল পুলিশ!

কিন্তু এ কেমন বিচার ! মাতাল হলেও বাবা কেন শত আদরের মেয়েকে খুন করতে যাবে? তাই ন্যায় বিচারের জন্য মা গেল CBI অফিসার Sunil Paraskar (KayKay Menon) এর কাছে! যথারীতি মুভির নায়ক আর রহস্য উৎঘাটক । 
যাকে বেশ কয়েকটি মুভিতে বদরাগী পুলিশ হিসেবে দেখা গেলেও এখানে বেশ খোশমেজাজী আর মিডেল ক্লাস সৎ অফিসার হিসেবে দেখা যায়! যিনি কেইস হাতে পেয়েই বলে দিলেন না কোন মাতাল ব্যাক্তি এ খুন করতে পারেনা! শুরু হলো CBI এর তদন্ত। সেই সাথে হয়ে গেল আরো দুটি খুন, সাথে তার উপর ও হামলা! কিন্তু এ কেমন রহস্য যার উপর খুনের দায় তার লাশ কিনা পাওয়া গেল সে বাড়ীর মেঝেতে!

শুরুতেই খুব সাধারণ থ্রিলার মুভি মনে হলেও আস্তে আস্তে ঘনীভূত হতে থাকল রহস্যের জাল এবং খুলতে শুরু করলো জট । আসলেই কি তাই? নাকি নিজেই জড়িয়ে গেল অন্য এক রহস্যের জালে! বের হয়ে এল নানা বিচিত্র চাঞ্চল্যকর তথ্য! একে একে খুন হলো সন্দেহকারীরাও! অবশেষে নাটকীয় সমাধান! যার রহস্যভেদ করতে হলে আপনাকেও দেখে নিতে হবে পুরো মুভিটি!

২ ঘন্টা ৩ মিনিটের মুভিটিতে কোন প্রকার গান বা রোমান্সের দৃশ্য এমনকি নাচ গান ও নেই, যার কারণে ১৮+ দর্শকদের হতাশ করলেও থ্রিলার প্রেমীদেরকে ১ সেকেন্ডের জন্যেও মুভিটি ছেড়ে উঠতে দিবে নাহ। 

IMDb অনুসারে মুভির রেটিং ৭.৭



ব্যক্তিগত রেটিং ৮/১০ ।  

No comments