[স্পয়লার এলার্ট / ক্রিটিকাল রিভিউ]
ব্যাক্তিগত ভাবে আমি সিরিয়াল কিলার থ্রিলার লাভার। কিন্তু গত কয়েক বছর ধরে মুভিটাকে কেন যেন ইচ্ছে করেই ফেলে রেখেছিলাম। দেখব দেখব করেও দেখা হয়নি। আজ দেখে ফেললাল পুরোটাই। পুরো গল্পটা বেশ ভালোই চলছিল সাসপেন্স আর উত্তেজনায়। বরং শেষ দিকটাই কিছুটা ধীর গতির মনে হয়েছে।
কাহিনী সংক্ষেপ
গল্পের পুরোটা জুড়ে প্রবির (প্রসেনজিৎ) আর আভিজিৎ প্রকাশ (পরমব্রত) মিলে সিরিয়াল কিলিং কেইস গুলো সমাধান করার চেষ্টা করতে থাকে। শেষ মেষ খুনী টাকে পেয়ে গেলেও কাহিনি মোড় নেয় উলটা দিকে। এট্টুক পর্যন্ত ঠিকই ছিল কিন্তু এই খানে এসে কিছুটা খটকা লাগে। বিশেষ করে প্রসেঞ্জিত যখন বলল "কাঁচা হাতের স্ক্রিপ্ট সব সোজা সোজা মিলে গেল"। আমার মনে হয় কাহিনীটা এট্টুকই ছিল, পরে সাসপেন্স বাড়ানোর জন্য শেষের টুকু টেনে নেওয়া। [দেখা শেষ করে এসে জানাতে পারেন, আপনার কি মনে হয়েছিল] 😁
তবে যাই হোক সিরিয়াল কিলার হিসেবে গোতম ঘোষ চমৎকার পাগলামির অভিনয় করতে পেরেছিল। তার এই চরিত্রটি যথাযথ সার্থক। কিন্তু প্রসেনজিৎ এর শেষের দিকের অভিনয়টা বেশ খাপ ছাড়া লেগেছিল। কবিতা, পুলিশ অফিসার আর পাগলামি ঠিক যেন ফুটে উঠেনি। তার মত অভিনেতার উপর দর্শকদের প্রত্যাশা বেশিই থাকে। বিশেষ করে অটোগ্রাফ এর পর তার অভিনয় দেখার জন্য একটু নড়েচড়ে বসতে হয়।
পার্শ্ব চরিত্রে আবির পুরাই ইউজলেস ছিল। মনে হচ্ছিল দরকারের বেশি ফোকাস করে ফেলেছে তার উপর।
IMDB অনুসারে রেটিং – ৮.১
ব্যক্তিগত রেটিং- ৭.৫
বিঃ দ্রঃ পুরোটাই ব্যক্তিগত মতামত, না মিললে এড়িয়ে চলুন ☺️