সরকার ২০১৮ মুভি রিভিউ
Sarkar Movie Review Poster by imtiazshoykat.blogspot.com
আপনি জানেন প্রতিদিন কত টাকা কেজি দরে টমেটো বিক্রি হয়? না ই জানতে পারেন সেটাই স্বাভাবিক। তবে বিশ্ব জুড়ে টমেটোর বা সসের চাহিদা কতটা সেটা তো জানেন! কে জানে হয়ত এই মুহূর্তেও আপনি টমেটো সস দিয়ে আয়েশ করে কিছু খাচ্ছেন! কিন্তু দুঃখ জনক বিষয় এই যে তামিল নাড়ু সহ পৃথিবীর অনেক দরিদ্র দেশের কৃষকগণ তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পেয়ে আত্মহত্যা করছে প্রতিদিন। টাইমস অফ ইন্ডিয়ার হিসেব মতে প্রতি বছর গড়ে ১২,০০০ কৃষক আত্মহত্যা করে। [i]
যাইহোক টমেটো কিংবা কৃষক নিয়ে নয় বরং তামিল নাড়ুর রাজনৈতিক অস্থিতিশীলতা নিয়েই ২০১৮ নির্মিত হয়েছিল সরকার মুভিটি।
মুভিটির প্রধান এবং নায়ক চরিত্রে অভিনয় করেন স্টাইলিশ হিরো Joseph Vijay আর নায়িকা হিসেবে পাবেন Keerthy Suresh কে।
কাহিনী সংক্ষেপে
আশা করি এতক্ষণে বুঝে গেছেন যে সরকার মুভিটি একটি রাজনৈতিক একশন ধরনের সিনেমা। কাহিনী সংক্ষেপে বলতে গেলে নায়ক Sundar Ramasamy (Vijay) একটি সুনাম ধন্য প্রতিষ্ঠানের CEO যার নাম শুনলেই ভয়ে অস্থির হয়ে যায়। কেননা সে যখন প্রতিযোগী কোন কোম্পানিকে টার্গেট করে তখন সে কোম্পানির "লাল বাত্তি" জ্বালিয়েই ছাড়ে।
নির্বাচন উপলক্ষে সে ভারতে এসে ভোট দিতে গিয়ে দেখে তার ভোট অন্য কেউ দিয়ে ফেলেছে! আর যায় কোথায়! নায়কের ভোট অন্য কেউ দিবে তাও এরকম এক বাঘা কোম্পানির CEO হওয়া সত্ত্বেও! শুরু হয় ভোটের আইনি লড়াই সেই সাথে জন সাধারণের ভোটাধিকার নিয়ে আন্দোলন আর শেষ মেশ জন-দরদী নেতা কোম্পানির CEO পদ ছেড়ে যোগ দেন রাজনীতিতে।
মুভির যে জিনিস গুলো খারাপ লেগেছে-
১। মুভির শুরুতেই নায়কের শো-অফের কারণে কিছুটা না বরং অনেকটাই বিরক্ত হতে পারেন। আমার কাছেই বিরক্ত লেগেছিল।
২। শুরুর দিকের কাহিনী আর ক্যারেক্টার বিল্ডিং কিছুটা ধীর গতির মনে হয়েছিল।
৩। একতরফা নায়ক নির্ভর মুভি। ভাল নায়িকা থাকলেও তেমন কোন বিশেষ ভূমিকায় খুব একটা দেখা যায়নি।
যে জিনিস গুলো ভাল লেগেছে
১। শুরুতে কিছুটা ধীরগতির হলেও অর্ধেকের পরেই কাহিনী দ্রুত মোড় নিতে থাকে।২। শেষের দিকে বেশ ভাল কয়েকটি টুইস্ট আছে যে গুলো নিঃসন্দেহে উপভোগ করার মত।
৩। মুভিটির VGM আর একশনের দৃশ্য গুলো চমকপ্রদ। বিশেষ করে স্লো মোশন গুলো যথাযথই ছিল সেই সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলোও ঠিকঠাক ছিল।
২ ঘণ্টা ৪৩ মিনিটের মুভিটিতে মোট ৫টি গান ব্যবহার করা হয়েছে। যার মধ্যে দুটি আলাদা গানে A. R. Rahman এবং Mohit Chauhan এর মত শিল্পীদের কাজ রয়েছে । আলাদা করে বলার কিছু নেই তবে বিশেষ করে Omg Ponnu গানটিতে Keerthy Suresh এর নাচের প্রশংসা করতেই হবে।
IMDB অনুসারে ১১,৯২০ জনের রেটিং পেয়ে মুভিটির অবস্থান ৬.৮। মুভিটিতে আহামরি কিছু নেই যার জন্য আপনার দেখতেই হবে! কারণ USA তেই রিলিজের পরে মুভিটি ২.৫ কোটি রুপি ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়। [ii]
তবে মার্কেটিং অথবা রাজনৈতিক ইনফ্লুয়েন্সের কিছু ব্যাপার সেপার বুঝতে হলে দেখতে পারেন মুভিটি। জন সাধারণকে উজ্জীবিত বা একত্রিত করার বিষয় গুলো বেশ ভাল লেগেছিল। মুভির শেষের দিকের কিছু রাজনৈতিক মার প্যাঁচের খেলায় মুভিটিকে অসাধারণ কিছু না মনে হলেও আফসোস করতে হয় নি খুব একটা।
তথ্যসূত্রঃ-
[i] https://timesofindia.indiatimes.com/india/over-12000-farmer-suiciআসদাসদdes-per-year-centre-tells-supreme-court/articleshow/58486441.cms
[ii] https://www.filmibeat.com/tamil/news/2018/sarkar-total-collection-report-verdict-tamil-nadu-usa-kerala-karnataka-andhra-and-more-279378.html
Done,plz link
উত্তরমুছুনডাউনলোড লিঙ্ক - https://mlwbd.pw/movie/sarkar-2018-480p-720p-x264/
মুছুনPlease check the link: https://cutt.ly/xyFxOLQ
উত্তরমুছুনhttps://mlwbd.pw/movie/sarkar-2018-480p-720p-x264/
উত্তরমুছুন