গল্পের প্লট
লুকা গল্পের নায়ক যে কিনা একজন শিল্পী। ছবি আকা তার নেশা। সব সৃজনশীল মানুষদের মধ্যেই বোধহয় কিছুটা ফোভিয়া টাইপের পাগলামি কাজ করে। সেই সুবাধে লুকার মধ্যেও একটা নয় কয়েকটা ফোভিয়া ছিল। অল্প বয়সে বাবা মারা যাওয়ায় মানসিক যন্ত্রণা সেই সাথে একমাত্র আপন মা কেউ হারিয়ে মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছিল লুকা। ঠিক তখনি ভবঘুরে Sivan এসে লুকাকে তার জগতের ভেতরটাকে দেখতে শিখায় আর রঙ তুলির আঁচড়ে ভেতরের রূপটাকে ছবির ক্যানভাসে এঁকে ফেলতে পারে লুকা।
|
Luca Movie Review by imtiazshoykat.blogspot,com |
কোথায় লুকা মুভিটি ডাউনলোড করবেন?
২০১৯ এর মুভি হলেও লুকা মুভিটির হিন্দি ডাব YouTube এ এখনো পাবেন না। সেই সাথে অরিজিনাল মুভিটিউ ইউটিউবে নেই। যার কারণে বাধ্য হয়েই আপনার মুভিটি ডাউনলোড করে দেখতে হবে। যার জন্যে আপনার নেট প্রভাইডারের সার্ভারে খুঁজে দেখতে পারেন আছে কিনা। না থাকলে
লুকা মুভির সাবটাইটেল?
মালায়লাম ভাষা না জানলেও মুভিটি দেখতে আপনার তেমন কোন অসুবিধা হবে না। কারণ এর ইংরেজি বা বাংলা সাবটাইটেল দুটোই রয়েছে। চমৎকার ভাবে অনুবাদকৃত ইংরেজী সাবটাইটেল দিয়ে উপভোগ করতে পারেন লুকা সিনেমাটি। তবে আপনি চাইলে
শেষ কথা
শেষ দৃশ্যে নিহা আর লুকাকে আপনি অবশ্যই এক সাথে ভিজতে দেখে ঘাবড়ে যাবেন না। কারণ কথা ছিল বেঁচে থাকলে পরের বর্ষায় এক সাথে ভিজবে দুজন! কে জানে? মুভিতে লুকা আর নীহারিকার সেই সখ পূরণ না হলেও পরিচালক