Sully: Miracle on the Hudson




ঘটনা অনেকটা ত্রিভুবন বিমান বন্দরে ঘটে যাওয়া ইউ এস বাংলা বিমান দূর্ঘটনার মত। যাত্রীবাহী বিমান মাঝ পথে দুর্ঘটনার শিকার। তবে মর্মান্তিক সেই দুর্ঘটনায় ৫১ জন মারা গেলেও SULLY মুভিটিতে মারা যায়নি কেউ।


বলছিলাম Tom Hanks অভিনীত দারুণ একটি সিনেমা “সুলী” এর কথা। যেখানে Chesley "Sully" Sullenberger নামক এক বাস্তব চরিত্রে অভিনয় করেন টম হ্যাংকস যিনি একজন দক্ষ পাইলট আর তার সহকারী Jeff Skiles (Aaron Eckhart ) ইউ এস এয়ারওয়েজ ফ্লাইট ১৫৪৯ নামে একটি যাত্রী বিমান নিয়ে মাঝ পথে দুর্ঘটনার কবলে পড়ে। কিন্তু অসম্ভব কাকতালীয় ভাবে বেঁচে যায় বিমানের সবকটি যাত্রী। কিন্তু প্রশ্ন বিদ্ধ হয়ে পড়ে তার ৪২ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ক্যারিয়ার। মিডিয়া আর খবরের কল্যাণে জন সাধারণের কাছে হয়ে উঠেন একজন অতিমানব হিসেবে। কিন্তু না বাধ সাধল জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। দাবি করে বসল যে বিমানটি নিরাপদ ভাবেই এয়ার পোর্টে ফিরে আসতে পারত। 

কিন্তু তা না করে ক্যাপ্টেনের নির্বুদ্ধিতার কারণেই মূলতঃ বিমানটি ঝুঁকি পূর্ণ ভাবে অবতরণ করে। আর এর প্রমাণ হিসেবে তারা আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সিমুলেশন ঘটিয়ে দেখিয়ে দিল যে দুর্ঘটনা পড়া সত্ত্বেও আরও নিরাপদ ভাবে বিমানটি অবতরণ করতে পারত। একদিকে সাধারণের চোখে অসাধারণ হয়ে উঠা অন্যদিকে তার দিকে আঙুল তোলায় ক্যাপ্টেন সুলি নিজেই নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হওন। আসলেই কি তার ভুল হয়ে ছিল কিছু সত্যিই কি আরও ভালো কোন উপায় ছিল কি ?

আদালতের শুনানিতেই সবাই জানতে পারলো বিমানটি এয়ার পোর্টে নিরাপদে ফিরে আসতে পারত তবে তার জন্য দরকার পড়ত ১৭ বার ব্যর্থ প্রচেষ্টা! সমস্ত রিপোর্ট আর বিশেষজ্ঞদের মতে যেটি কাকতালীয় ভাবে নয় কেবল ক্যাপ্টেন সুলির পক্ষেই সম্ভব ছিল!

২০০৯ সালের ১৫ ই জানুয়ারি ঘটে যাওয়া সেই সত্যিকারের দুর্ঘটনায় বেঁচে যাওয়া ১৫৫ জন যাত্রী প্রতি বছর তাদের বেঁচে যাওয়াটা এক সাথে উপভোগ করেন। তাদের সেই আনন্দঘন উদযাপন টাই পরিচালক Clint Eastwood কে সিনেমাটি বানাতে উৎসাহিত করেন। যেটি মূলত Chesley Sullenberger and Jeffrey Zaslow এর লেখা Highest Duty: My Search for What Really Matters নামক নিজদের আত্মজীবনী এর উপর ভিত্তি করে রচিত।

জীবনী বা নাটক ধরণের মুভিটিতে তেমন কোন রহস্য নেই। তবে প্রতিটি দৃশ্যপট এমন ভাবে সাজানো আর এতই উত্তেজনা সৃষ্টি করে সেটাই সিনেমাটির সোন্দোর্যপূর্ণ রহস্য। ৯৬ মিনিটের ব্যবসায় সফল সিনেমাটির বাজেট ছিল ৬ কোটি টাকার সম পরিমান ডলার আর বক্স অফিস থেকে আয় করে নেয় ২৪ কোটি ৮ লক্ষ টাকার সম পরিমাণ ডলার।

আপনি যদি সত্যি সিনেমা প্রেমী আর টম হ্যাংকস এর ভক্ত হয়ে থাকেন তবে সময় করে দেখে ফেলতে পারেন দারুণ এই সিনেমাটি।

IMDB অনুসারে রেটিং – ৭.৫
ব্যক্তিগত রেটিং- ৮
পচা টমেটো – ৮৬%
x

No comments